Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
একে একে অনেক গুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। জীবনে অনেক দুঃখ, সুখ, হাসি, কান্না, কষ্ট, আবেগ, স্নেহ, ভালবাসা,মায়া, মমতা ও অনেক বাস্তবতা কে নিয়ে আজকের এই দিনে এসেছি।
জীবনের অনেক ভুল করেছি আবার অনেক শিক্ষা ও পেয়েছি। সফলতার পাশাপাশি ব্যার্থতা ও আছে অনেক। পুরো ইতিহাস টাই যেন অশ্রু দিয়ে লিখে রেখেছি। পরিবারে, সমাজে, ঘরে,বাইরে, খেলার মাঠে, বন্ধুদের মাঝে, অবহেলিত দের একজন ছিলাম।
তবুও দুঃখ চেপে রেখে মুখে হাসি রাখার চেষ্টা করেছি । চাওয়া এবং পাওয়ার হিসাব টা না হয় না ই করলাম ।
জীবনে আপনজন দের নিকট ভালবাসা ছাড়া অন্য কিছুই চাইনি, কিন্তু কি পেয়েছি তা শুধু আমি ই জানি। ছোট ছোট ভুল থেকে ও অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে একটা অবিজ্ঞতা হল, একা থাকার, একা হাসার, একা কাদতে পারার, একা পথ চলতে পারার।।।।।।।। একা একা সবাই চলতে পারে না।?