Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

সমাজে সালাম দেয়াটা এখন সম্মানের বিষয় হয়ে গেছে! কেবল সম্মানিত ব্যক্তিদেরই সালাম দেয়া হয়!
অথচ কাউকে সালাম দেয়ার মানে হলো তার জন্য দোয়া করা। পরিবারের লোকজনকে, পরিচিত-অপরিচিত, ছোট-বড় সবাইকে সালাম দেয়া ইসলামের আদব।
তাই সালাম পেয়ে নিজেকে একটা কিছু মনে করার দরকার নাই।

image

সমাজে সালাম দেয়াটা এখন সম্মানের বিষয় হয়ে গেছে! কেবল সম্মানিত ব্যক্তিদেরই সালাম দেয়া হয়!
অথচ কাউকে সালাম দেয়ার মানে হলো তার জন্য দোয়া করা। পরিবারের লোকজনকে, পরিচিত-অপরিচিত, ছোট-বড় সবাইকে সালাম দেয়া ইসলামের আদব।
তাই সালাম পেয়ে নিজেকে একটা কিছু মনে করার দরকার নাই।

image

সমাজে সালাম দেয়াটা এখন সম্মানের বিষয় হয়ে গেছে! কেবল সম্মানিত ব্যক্তিদেরই সালাম দেয়া হয়!
অথচ কাউকে সালাম দেয়ার মানে হলো তার জন্য দোয়া করা। পরিবারের লোকজনকে, পরিচিত-অপরিচিত, ছোট-বড় সবাইকে সালাম দেয়া ইসলামের আদব।
তাই সালাম পেয়ে নিজেকে একটা কিছু মনে করার দরকার নাই।

imageimage

আমি এক নিরক্ষর মানব
উচ্চ শিক্ষার ভিড়ে,
আমার তরী ভীড়েনা কোনো
অসৎ লোকের নীড়ে।

image

একে একে অনেক গুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। জীবনে অনেক দুঃখ, সুখ, হাসি, কান্না, কষ্ট, আবেগ, স্নেহ, ভালবাসা,মায়া, মমতা ও অনেক বাস্তবতা কে নিয়ে আজকের এই দিনে এসেছি।
জীবনের অনেক ভুল করেছি আবার অনেক শিক্ষা ও পেয়েছি। সফলতার পাশাপাশি ব্যার্থতা ও আছে অনেক। পুরো ইতিহাস টাই যেন অশ্রু দিয়ে লিখে রেখেছি। পরিবারে, সমাজে, ঘরে,বাইরে, খেলার মাঠে, বন্ধুদের মাঝে, অবহেলিত দের একজন ছিলাম।

তবুও দুঃখ চেপে রেখে মুখে হাসি রাখার চেষ্টা করেছি । চাওয়া এবং পাওয়ার হিসাব টা না হয় না ই করলাম ।

জীবনে আপনজন দের নিকট ভালবাসা ছাড়া অন্য কিছুই চাইনি, কিন্তু কি পেয়েছি তা শুধু আমি ই জানি। ছোট ছোট ভুল থেকে ও অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে একটা অবিজ্ঞতা হল, একা থাকার, একা হাসার, একা কাদতে পারার, একা পথ চলতে পারার।।।।।।।। একা একা সবাই চলতে পারে না।?

Tofael Islam changed his profile picture
5 yrs

image
comedy buzz is feeling Happy
5 yrs

image

image

কে যে ছাড়লো পাখিটি

image