জন্ডিসরঙা পাঞ্জাবি
অভিলাষ মাহমুদ

জন্ডিসরঙা পাঞ্জাবি পড়ে সেই শ্রাবণের প্রথম বৃষ্টি ঝরা সন্ধায় এসেছিলে আমার হৃদয় মন্দিরে।
তোমাকে দেখে মনে হয়েছি তোমার জন্ডিসই হয়েছে,
প্রেমের জন্ডিস।
আমি তোমার দিকে সরাসরি তাকাতে পারছিলাম না।
তাই আড় চোখে বারবার তাকাচ্ছিলাম।
তুমি একবারও তাকালে না আমার দিকে।
তোমাকে দেখে মনে হয়েছিলো তুমি ধ্যানী ধ্যান করতে এসেছো ...
অচমকা ঘন্টাধ্বনী শুনে আমি সেই ভাবনার রাজ্য থেকে ফিরে এলাম,
আচ্ছা কীসের ঘন্টা বাজিয়েছিলে প্রেমের ঘন্টা নয়তো?
ও হ্যা, একটা প্রশ্ন বারবার মনের বেলকনিতে ঘোরপাক খাচ্ছিলো-
আচ্ছা, তোমার কি জন্ডিস হয়েছিলো?
ভালোবাসার জন্ডিস?
জানি...
আর কোনো দিন এর উত্তর পাবো না।
কেন যে সে সন্ধায় এই প্রশ্নটা সরাসরি তোমাকে করতে পারলাম না।