ShibLee ভাই Jewel Khan ভাই


ওরে নিশি গন্ধা এই মধু মন্দা,
সুরভি কোথায় পেলি বল??!!!!
ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি??
কোন সে ব‌্যাথায় আখি ছলছল,??!!!
.
ওরে শিউলি, বেলি, মধু পাপরি মেলি,
ওরে জুই, চামেলি বল কোথায় পেলি?
কোথা পেলি এই ঘ্রাণ টলোমল??!!!!!
....
ওরে নিশি.......
...
ওরে শাপলা সাদা ওরে হাসির ধাধা,
কেন এত হেসে যাস তুই??!!
হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল??
...
ঐ যাদুর চোখে ফোটে তারার মেলা,
মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা,
নীলাকাশ ভোরে কেন বল???!!
..
ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি?
কোন সে ব‌্যাথায় আখি ছলছল...
...
ওরে নিশি গন্ধা....