Maria Jolie
Jewel Khan
নিয়ন আলোয়,,
সাহিদা রহমান মুন্নী
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি,কখনো আকাশ ছুঁতে চাইনি।
নিবিড় মমতায় নিজেকে চূর্ণ বিচূর্ণ করে ভালোবাসতে চেয়েছি, কখনো ভালোবাসা চাইনি, নিঃশ্বাসে নিঃশ্বাসে সমস্ত অস্তিত্ব জুড়ে তোমাকে চাওয়ার সুন্দর অপরাধে অভিযুক্ত হতে চেয়েছি বারংবার কখনো অভিযোগ করতে চাইনি, তোমার কাঁধে মাথা রেখে অসময়ের সকল অযৌক্তিক চাওয়াকে রঙিন করতে চেয়েছি রংধনুর স্বপ্নীল আবেশে, কখনো সময় চাইনি তোমার ব্যস্ততার রাজত্বে,
অল্প কথায় গল্প থেকে উপন্যাসের পরিধি বেড়েছে তোমাকে জানার বোঝার, বুঝতে চেয়েছি তোমায় নিজের চেয়েও বেশি, কখনো বোঝাতে চাইনি অবুঝ মনের সবুজ আকুতি,
পায়ে পায়ে সাক্ষর রাখতে চেয়েছি তোমার মরুহৃদয়ের উচ্ছিষ্ট বেলাভূমিতে, কখনো সাক্ষরিত হতে চাইনি উদিত জীবনের বাস্তবতায়,নিয়ন আলোয় খুঁজে নিতে চেয়েছি সুদীপ্ত সূর্যালোক অঙ্কুরিত ভালোবাসার একান্ত দাবীতে,, কখনো সূর্য চাইনি নিয়ন আলোয়,,,,