তোমাতে সৃষ্টি
রুমা শিকদার
সৃষ্টির সেরা সৃষ্টি তুমি
আমার বিস্ময়
তুমি ও তোমাতে যতো পাওয়া
জানে বিশ্বময়।
আমার মগজে জাগে নেশা
যতো নেশার ঘোর
নেশায় নেশায় তুমি ও তোমাতে
খোলে হৃদয় ডোর।
কাগজে কলমের আঁচড়ে তুমি
আমার সৃষ্টির সৃষ্টি
ক্যানভাসে তুলির আঁচড়ে তুমি
অপলক এ দৃষ্টি।