ভৌতিক না অন্য কিছু?
রাত ১.৩০ লাইট অফ করে মোবাইলে ফেসবুকিং, বাসায় ঘর ভর্তী মেহমান। মেহমান আসলে পাশের কক্ষে চলে যাই। কিছুক্ষন পরপর পায়চারি, প্রথমে ভাবছিলাম বউ চেক করতে আসছে ঘুমালাম কিনা! না কেউ নেই, প্রথমে ভাবলাম মনের ভ্রম, এমন আরো কয়েকবার। এবার মোবাইলের ক্যামরা অনকরে ফ্ল্যাশ মোড অন করে দিলাম। এক সেকেন্ডের অর্ধেক সময়ে ক্লিক। ক্যামরায় যা পেলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই ছবির ব্যাখ্যা আমিই পাইনি। এতদিন বলিনি, সভ্য জগতে কেউ নিবেও না। রাতে ছাঁদে প্রায় নুপুরের আওয়াজ আসে। বাসার চার পাশে রাতবিরাতে পায়ের পায়চারী। ভাবতাম ছিঁচকে চোরের কাজ। একদিন রাতে স্পষ্ট বাসার জমিদার আন্টি আমাকে ডাক দিয়েছেন আমি নিচে গিয়ে দেখি কেউ নেই। সকালে তাকে জিজ্ঞেস করলাম আমাকে রাতে ডেকেছেন কেন? তিনি তাজ্জব আমি তোমাকে ডাকব কেন? এই যুগে অনেকে এসব ভৌতিক সিনেমার কাল্পনিক অবসেশন বলে চালিয়ে দিবে যেহেতু আমি হরর মুভি দেখি সময় পেলে, ভৌতিক থ্রিলার ও দেখা হয় কিন্তু ছবিটা মেলাতে পারছিনা......
#অফটপিক এডিট বলে উড়িয়ে দিতে চাইলে তা পারেন, বিশ্বাস করতে আমি বলছিনা, যাদের সাথে এমন অভিজ্ঞতা আছে তাদের সাথে আমার কিছু শেয়ার করার আছে বৈকি। বাকিরা এড়িয়ে যেতে পারেন।
শিক্ষক , সাংবাদিক ও গাল্পিক ঃ রহিম সৈকত