ভাবনার আকাশ জুড়ে তুমি মিশে থাকো
মিশে থাকো আমার হৃৎস্পন্দনের গহীন ঘরে,
তোমায় নিয়ে স্বপ্ন আবেশে হারিয়ে যাই কল্পপুরে।
তোমার আমার না বলা কিছু কথা জমা থাকুক মনের গোপন ঘরে।
ফাল্গুনী বাতাসে হৃদয় হয় শিহরিত।
এক মহাসমুদ্রসম ভালোবাসা রেখেছি তোমার জন্য।
সকল বিষন্নতার দিয়ে ছুটি
কথা হবে আনমনে চুপিচুপি।
তোমার আমার পাগলামি হাজারো খুনসুটি ক্ষণিকের জন্য না,
সুখে দুঃখে শেষ নিঃস্বাস ত্যাগ করার আগ পর্যন্ত
প্রতিটি পদক্ষেপে তোমায় চাই আমার পাশে।
এককাপ চা অনেকটা নিকোটিন
অথবা তোমার ঠোঁটের চুমুকের মতো
তোমার মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে চাই।
আমার সমগ্র অন্ধকারাচ্ছন্ন জীবনে
আলো হিসেবে তোমাকে আবিস্কার করতে চাই নিজের মতো করে।
শীতের কুয়াশা আছন্ন ভোরে
এক চাদরে রাজ্যোর খুনসুটি হয়ে
সকালের অপরূপদৃশ্য উপভোগ করতে তোমাকেই চাই।
তোমার মাঝে বিরাজ এবং তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে
তোমার হৃৎপিণ্ডের সঙ্গে মিশে যেতে চাই এই আমি।
তোমার ভালোবাসায় মায়াভরা স্মৃতিগুলো
সযত্নে আগলে রাখতে চাই আজীবন।
ঘাসের ডগায় লেগে থাকা শিশির বিন্দুর মতো
আমি তোমার মাঝে লেপ্টে যেতে চাই।
জ্যোৎস্নারাতে জোনাকির আলো হয়ে
আলোকিত করতে চাই তোমায়
এবং ঠাই পেতে চাই তোমার মনের গহীন অরণ্যে।
কবিতা: গহীন অরণ্যে
লেখা : সাইয়ারা ইসলাম মুন্নী
ছবি: সংগ্রহীত

image