#কষ্ট

সুতাদের মন খারাপ। এক ঢিমি সুতার জীবন শত দুঃখ-কষ্টে জরাজীর্ণ। এইতো মাত্রই ছোট ছোট ছেলেমেয়েগুলি খেলতে নিয়ে সুতাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বাড়ির উঠোনে মাদুর পেতে বাড়ির বউ বসেছে সেলাইয়ে। ফোঁড়ে ফোঁড়ে গেঁথে দেয়া হচ্ছে সুতাদের। আবার সেলাই করতে গিয়ে কোথাও গিট পড়ে গেলেই ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে সুতা। ছেঁড়া আর কাটার এক ক্ষণস্থায়ী জীবনে বাঁধা পড়ে বাঁচতে হয় সুতাদের। অথচ সুঁচের জীবনচিত্র ভিন্ন। কোন কাঁটা ছেঁড়ার বালাই নেই। সুঁচ কেবল রক্তাক্ত করতে জানে হতে নয়। সুঁচকে দেখে আজ তাই ভীষণ মন খারাপ করে বসেছে সুতারা। নিজেদেরকে ছিঁড়ে ছিঁড়ে সুঁচের খোঁচা খাওয়াতে আজ ওদের একদমই ইচ্ছে করছে না।
সুতাদের দেখে ওদের মনখারাপের আসল কারণটি বুঝে ফেলে সুঁচ। পরক্ষণেই সুতাদেরকে ডেকে সুঁচ বলে,
--নিজের দেহকে আঘাতে আঘাতে দুভাগ করে দিয়ে ছিদ্রময় শরীর দান করা হয়েছে আমাকে। ছিদ্রময় জীবনে প্রতিনিয়ত অন্যকে বয়ে বেড়ানোর কষ্ট কতটা তা তোমরা কি করে বুঝবে!

#মিনা_শারমিন
08-01-2021

image