শব্দ জাদুকর

অভিলাষ মাহমুদ

মন্ত্র পড়ে যন্ত্র দানবকে কাবু করা যায় না।
রক্ত, মাংসে গড়া কোমল মনের মানুষ মন্ত্রে মুগ্ধ হয়।
কবিতায় ছন্দ পতন, অন্ত্যমিল নেই।
মানুষের চেহারায়-ও থাকে অমানুষ।
অকবিতা হতে চায় বিশ্বনন্দিত কবিতা।
কাকের কাছে কোকিলের মত মধুর সুরের গান আশা করা আকাশ-কুসুম কল্পনা।
কম্পিয়্যুটারে মাউসের ক্লিক ক্লিক শব্দ চাপলেই-
হয় না পাঠক বশ করা কোন মহাকাব্য।
কামারের দোকানে লোহা পেটানোর হাতুড়ি দিয়ে পেটালোও খাঁটি কবিতা হয় না।

কবিতা স্বর্ণাক্ষরেও হয় না স্বর্ণের দোকানে।
শব্দ জাদুকরের চাতুর্যতায় মুগ্ধ হতে পারে কবিতার পাঠক।