… কুম্ভ কর্ণ বিশ্ব বিবেক!
অভিলাষ মাহমুদ

নষ্ট হয়ে গেছে পৃথিবীর সব সফেদ সুন্দর,
নেই অ্যাডাম- ইভের ভালোবাসা।
সুর্যের প্রখর তেজে জ্বলে তামাটে রঙ ধারণ করেছে আমার কোমল গোলাপী হৃদয়।
ছন্দ হারিয়ে উলোট পালোট হয়ে গেছে কবিতারা।
ইজরায়েলী বর্বর হামলায় মরেছে শিশু, যুবক, বৃদ্ধ, পুরুষ – নারী।
শ্মশান পাড়া পরিনত হয়েছিলো গাজা,
লাশের মিছিল থেকে ভেসে আসা অসহায় আর্তনাদও ফিরে যায়।
… কুম্ভ কর্ণ বিশ্ব বিবেক!

সহদরের খুন নিয়ে হলি খেলে সহদর।
অবলা হরিণী শাবকের উপর ঝাপড়ে পড়ে ক্ষুধার্ত শিকারী ব্যাঘ্র!

উলঙ্গ নৃত্যের আনন্দে মাতে শকুনী- হায়েনাগুলো।
পৃথীবিকে নগ্ন করে খেলছে বিবেকহীন ক্ষমতা।

image