আজ জাহানারা পারভীন’র শুভ জন্মদিন। জন্ম গ্রহণ করেন ৩০ মে ১৯৭৫ । তিনি কবি, অনুবাদক ও সাংবাদিক। অধ্যায়ন কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ’র প্রথমসারির বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে ।
প্রকাশিত বই: ‘নোঙরের গল্প বাচাচ্ছি’ (২০০২ কাব্যগ্রন্থ) বর্নায়ণ, ‘নিদ্রা সমগ্র’ (২০০৫ কাব্যগ্রন্থ) সময় প্রকাশন, ‘মা হাওয়ার সন্তান’ (২০০৯ কাব্যগ্রন্থ) সময় প্রকাশন, ‘জলবৈঠক’ (২০১০ কাব্যগ্রন্থ ) সময় প্রকাশন, ‘স্কুল বলতে তোমাকেই বুঝি’ (কাব্যগ্রন্থ) নালন্দা প্রকাশনী, ‘রিলকে নৈঃশব্দে ও নি:সঙ্গতায় (প্রবন্ধ) বেঙ্গল ফাউন্ডেশন, ‘এবং এলিয়ট’ (প্রবন্ধ) বেঙ্গল ফাউন্ডেশন।
তাঁর লেখা প্রিয় কবিতা-
অপরাধ
এক চিলতে বারান্দার দোতলা বাড়ি
বাড়িতে আসা যাওয়া দখিন হাওয়ার
আর আসত চড়ুই
ছানাপোনাসহ চড়ুই মা শিকার করতেন কখনও কখনও
বন্ধ দরোজা, জানালা, ঘুলঘুলি,
পাখিদের ছুটোছুটি, আর্তচৎিকার
এখনও মনে আছে মায়ের নিষ্ঠুরতা
শিশু সন্তানের পাতে মা তুলে দিতেন পাখি মায়ের ডানা, পা, কলিজা
যার সন্তানেরা তার জন্য অপেক্ষায়,
বাড়ির গ্রিলে বসা চড়ুইয়ের কাছে তাই ক্ষমা চাই
আমার মায়ের অপরাধের।
অভিলাষ মাহমুদ
Delete Comment
Are you sure that you want to delete this comment ?