মন লুকিয়ে কী লাভ / অভিলাষ মাহমুদ
#চোখের ভিতর মন লুকিয়ে কী লাভ হবে তোর?
আমি তো ঠিক জেনে গেছি তুই যে মনো চোর।
চাইলে তোকে ধরতে পারি কিন্তু আমি ধরবো না,
হামলা- মামলা , শালিস- নালিশ কিছুই আমি করবো না।
স্বেচ্ছায় এসে কখনো তুই করিস যদি আপোষ,
মনটা আমার করে দেবো তোর পায়েরি পাপোষ।