"""""বেলা-অবেলা অধ্যায়"""""
আকাশ আজিজ

গহীন অরণ্যের গা-ঘেঁষে ঘরমুখো
সূর্যের আলো,
মরা বৃক্ষের ডাল ছুঁয়ে উঠোনে
নেমেছে অনাথ ছায়া।
জোয়ার ভাটার লীলাখেলা
দেখতে দেখতে ফুরিয়ে গেছে
এক নদীজীবন,
অজানায় ভেসে যাওয়া ফানুশের
সাথে ভেসে গেছে পাওয়া না-পাওয়ার
কষ্ট।

প্রলয়ের হাত ধরে পেরিয়ে
এসেছি আনন্দ সাগর,
নিস্তব্ধতার আবরণে আবৃত হয়ে
খুলে ফেলেছি সময়ের সাজপোশাক।

বিনয়ের সাথে ফিরিয়ে দিলাম'স্থান
কাল-পাত্রের সকল পিছুটান,
অভিমান ও কষ্ট মেখে
আর পিছলে যাওয়ার ভয় নেই।

কর্তব্য আর অজুহাতের আড়ালে
আমিও ফুরিয়ে যাচ্ছি '
বালিশের নিচে চাপা পড়েছে আমার বেলা-অবেলা অধ্যায়।

#রচনাকাল_২৫_১১_২০২০