সুইসাইড করতে চেয়েছো কখনো?
- ১, ৩, ৪, ৭ সালে করতে চেয়েছি,
কাকে বেশি ভালোবাসো?
-মা
চা খাও?
-খুব এ কম
টিকেট চাড়া ভ্রমণ করেছো?
-একবার
তোমার জন্য কেউ অপেক্ষা করে?
-জানিনা
তুমি কারো জন্য করো?
-হ্যা
তোমাকে নিয়ে মানুষের সবচেয়ে ভুল ধারণা কি?
১)আমি অনেক মুড দেখাই
২)আমি মেধাবী
প্রেম করেছো?
-করতে চেয়েছি কিন্তু করা হয়ে উঠেনি।
জীবনের উদ্দেশ্য কি?
-ভালো মানুষ হওয়া, মানুষের জন্য কিছু করা।
অভিলাষ মাহমুদ
আমার সবটা বুঝবে
আমাকে জানবে।
কেউ একজন থাকুক, যার
সম্পুর্ণটা বিশ্বাস করা যায়
ভরসা করার মত একজন হোক।
কেউ একজন থাকুক, যে
হাসির আড়ালের কষ্টের কারণটা খুঁজে দেখবে
প্রচন্ড মন খারাপের রাতগুলোতে আমার মন ভালো করার দায়িত্বটুকু নিবে।
কেউ একজন,
যে সবকিছুর উর্দ্ধে আমাকে রাখবে
জীবনের শেষ অধ্যায় পর্যন্ত আমার পাশে থাকবে।
থাকুক না
কেউ একজন,
যে বৃদ্ধ বয়সে আমার শেষ
ভরসার হাত হবে।
থাকুক অন্তত কেউ একজন।🌸
@Israt Barsha
Delete Comment
Are you sure that you want to delete this comment ?