দেবী,
ভক্তরে কেন এত কষ্ট দাও?
এত কাছে তবু ধরা নাহি দাও।
কেন দূরত্ব বজায় রাখো?
কেন আপনারে আড়াল রাখো?
বাড়াও কেন এত পেরেশানী?
কবে শুনাবে সেই দৈব বাণী।
কবে সন্নিকট আসি-
বলিবে ভালোবাসি।


√অভিলাষ মাহমুদ