একে একে অনেক গুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। জীবনে অনেক দুঃখ, সুখ, হাসি, কান্না, কষ্ট, আবেগ, স্নেহ, ভালবাসা,মায়া, মমতা ও অনেক বাস্তবতা কে নিয়ে আজকের এই দিনে এসেছি।
জীবনের অনেক ভুল করেছি আবার অনেক শিক্ষা ও পেয়েছি। সফলতার পাশাপাশি ব্যার্থতা ও আছে অনেক। পুরো ইতিহাস টাই যেন অশ্রু দিয়ে লিখে রেখেছি। পরিবারে, সমাজে, ঘরে,বাইরে, খেলার মাঠে, বন্ধুদের মাঝে, অবহেলিত দের একজন ছিলাম।
তবুও দুঃখ চেপে রেখে মুখে হাসি রাখার চেষ্টা করেছি । চাওয়া এবং পাওয়ার হিসাব টা না হয় না ই করলাম ।
জীবনে আপনজন দের নিকট ভালবাসা ছাড়া অন্য কিছুই চাইনি, কিন্তু কি পেয়েছি তা শুধু আমি ই জানি। ছোট ছোট ভুল থেকে ও অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে একটা অবিজ্ঞতা হল, একা থাকার, একা হাসার, একা কাদতে পারার, একা পথ চলতে পারার।।।।।।।। একা একা সবাই চলতে পারে না।?