সমাজে সালাম দেয়াটা এখন সম্মানের বিষয় হয়ে গেছে! কেবল সম্মানিত ব্যক্তিদেরই সালাম দেয়া হয়!
অথচ কাউকে সালাম দেয়ার মানে হলো তার জন্য দোয়া করা। পরিবারের লোকজনকে, পরিচিত-অপরিচিত, ছোট-বড় সবাইকে সালাম দেয়া ইসলামের আদব।
তাই সালাম পেয়ে নিজেকে একটা কিছু মনে করার দরকার নাই।

image