এক অন্য সাকিবকে দেখে অবাক সবাই

Comments · 4791 Views

দেড়মাসের ছুটি কাটিয়ে শনিবার ভোরে দেশে ফিরেন বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান

দেড়মাসের ছুটি কাটিয়ে শনিবার ভোরে দেশে ফিরেন বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই হোম অব ক্রিকেট শেরে-ই বাংলায় অনুশীলনের নিমিত্তে ছুটে আসেন তিনি।

শনিবার প্র্যাকটিস ছাড়াও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে মিটিং, নতুন কোচের সঙ্গে পরিচয় পর্বের কাজ সারেন সাকিব। এতকিছুর কারণে গতকাল খুব বেশি অনুশীলন করা হয়নি টাইগার অধিনায়কের। তবে সেটি আজ পুষিয়ে দিয়েছেন ভালোভাবে। কারণ, আজ সকাল-দুপুর এবং বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিসে মগ্ন ছিলেন সাকিব।

রোববার সকাল ১০টায় বাংলাদেশের অনুশীলন শুরুর পর সাকিবের প্রথম গন্তব্য ছিল একাডেমির জিম। সেখানে আধঘণ্টার বেশি সময় ঘাম ঝরিয়ে ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই ব্যাট হাতে নেমে পড়লেন শেরে বাংলার সেন্টার উইকেটে। প্রথমবারে একটানা প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং প্র্যাকটিসের পর ১০-১৫ মিনিট ড্রেসিংরুমে বিশ্রাম। এরপর আবার নেটে চলে যান এবং সেখানে ৩০ মিনিট সময় ব্যায় করেন। এ পর্ব শেষে লাঞ্চ করেন সাকিব। এরপর আবার নেমে পড়েন ব্যাট হাতে। চলে বিকাল পর্যন্ত। 

Comments