Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
Bouquet brings together everyones favorite blooms to celebrate the love you share with your special someone. Brilliant red roses are surrounded by Red Roses , Pink spray Roses, Light Pink Carnations to create a fantastic flower arrangement. Presented in a classic clear glass vase, this mixed flower bouquet will send your sweetest wishes to your special someone.
A special show of kindness, on Valentines Day or any day of the year! This eye-catching arrangement of red carnations, white daisies and delicate babys breath will surprise and delight your special someone - and remain a treasured memory for years to come.
Maria Jolie
Jewel Khan
নিয়ন আলোয়,,
সাহিদা রহমান মুন্নী
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি,কখনো আকাশ ছুঁতে চাইনি।
নিবিড় মমতায় নিজেকে চূর্ণ বিচূর্ণ করে ভালোবাসতে চেয়েছি, কখনো ভালোবাসা চাইনি, নিঃশ্বাসে নিঃশ্বাসে সমস্ত অস্তিত্ব জুড়ে তোমাকে চাওয়ার সুন্দর অপরাধে অভিযুক্ত হতে চেয়েছি বারংবার কখনো অভিযোগ করতে চাইনি, তোমার কাঁধে মাথা রেখে অসময়ের সকল অযৌক্তিক চাওয়াকে রঙিন করতে চেয়েছি রংধনুর স্বপ্নীল আবেশে, কখনো সময় চাইনি তোমার ব্যস্ততার রাজত্বে,
অল্প কথায় গল্প থেকে উপন্যাসের পরিধি বেড়েছে তোমাকে জানার বোঝার, বুঝতে চেয়েছি তোমায় নিজের চেয়েও বেশি, কখনো বোঝাতে চাইনি অবুঝ মনের সবুজ আকুতি,
পায়ে পায়ে সাক্ষর রাখতে চেয়েছি তোমার মরুহৃদয়ের উচ্ছিষ্ট বেলাভূমিতে, কখনো সাক্ষরিত হতে চাইনি উদিত জীবনের বাস্তবতায়,নিয়ন আলোয় খুঁজে নিতে চেয়েছি সুদীপ্ত সূর্যালোক অঙ্কুরিত ভালোবাসার একান্ত দাবীতে,, কখনো সূর্য চাইনি নিয়ন আলোয়,,,,
Orchids express elegance, class, beauty, grace and exquisiteness. If you have a friend who is an orchid lover and also believes in poise and refinement, then this is certainly the best present for her .