Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
কোনো একদিন তুমি আসবে ।
মেলামেশা বারবে, প্রেম হবে ।
আর পাঁচ জনের মতো,
দুঃখেই ইতি টানব হয়ত সম্পর্কটা ।
আমি বার বার ফোনে জিজ্ঞাসা করব-
“ঠিক কতটা প্রেম হলে প্রাক্তন হওয়া যায়!”
তুমি চুপ, উত্তর থাকবে না তোমার কাছে,
ফোনটা কেটে হয়ত ব্লক করবে আমায় ।
তবুও তো বলতে পারব-
“প্রাক্তন, কত ভালোবেসেছিলাম তোমায় ! ”